প্রতিবর্ত ক্রিয়া ও সাহজিক ক্লিয়ার কি নৈতিক মূল্য রয়েছে? ব্যাখা করো
আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক - দৈনিক শিক্ষা ব্লগর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে প্রতিবর্ত ক্রিয়া ও সাহজিক ক্লিয়ার কি নৈতিক মূল্য রয়েছে? ব্যাখা করো নিয়ে আলোচনা করব।
প্রতিবর্ত ক্রিয়া
বাহ্যজগতের কোনো উদ্দীপক ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের দেহের উপর ক্রিয়া করায় এবং তার ফলে আমাদের স্নায়ু উদ্দীপিত হওয়ায় যে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দেহে সৃষ্টি হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া (Reflex Action) বলে। যেমন- চোখে তীব্র আলো পড়লে আমরা তৎক্ষণাৎ চোখের পাতা বন্ধ করি, গরম পাত্রে হাত লাগা মাত্র আমরা হাত সরিয়ে ফেলি ইত্যাদি।
প্রতিবর্ত ক্রিয়া আমাদের ইচ্ছা-নিরপেক্ষ। এর জন্য আমাদের কোনো পূর্ব প্রস্তুতি থাকে না অর্থাৎ এটি সম্পূর্ণরূপে পূর্বপরিকল্পনারহিত। প্রতিবর্ত ক্রিয়া অনৈচ্ছিক ক্রিয়া হওয়ায় এই ক্রিয়ার কোনো নৈতিক মূল্য নেই।
সাহজিক ক্রিয়া
কোনোরূপ শিক্ষা বা পূর্ব সংকল্প ছাড়া এবং কাজের ফলাফল সম্বন্ধে কোনো ধারণা না নিয়ে কেবল উদ্দেশ্যাভিমুখী হয়ে যে কাজ ধারাবাহিকভাবে করা হয় তাকে সাহজিক ক্রিয়া (Instinctive Action) বলে।
প্রত্যেক প্রজাতির প্রাণীর মধ্যে কতগুলি সহজাত প্রবৃত্তি রয়েছে। যেমন- খাদ্য অন্বেষণ, বাসা নির্মাণ, আত্মরক্ষা, শাবক প্রতিপালন ইত্যাদি। এগুলি হল সহজাত প্রবৃত্তি। এইরূপ সহজাত প্রবৃত্তির বশবর্তী হয়ে প্রাণীরা যে ক্রিয়া করে তাকেই সাহজিক ক্রিয়া বলে।
সাহজিক ক্রিয়া হল উদ্দেশ্যমূলক ক্রিয়া, অথচ সচেতনভাবে উদ্দেশ্যসিদ্ধির জন্য এই ক্রিয়া করা হয় না। এজন্য সাহজিক ক্রিয়াকে অনৈচ্ছিক ক্রিয়া বলা হয়ে থাকে। তাই এই ক্রিয়ার নৈতিক মূল্য নেই।
আপনার আসলেই দৈনিক শিক্ষা ব্লগর একজন মূল্যবান পাঠক। প্রতিবর্ত ক্রিয়া ও সাহজিক ক্লিয়ার কি নৈতিক মূল্য রয়েছে? ব্যাখা করো এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url