স্বয়ংক্রিয় ক্রিয়া ও ভাবজ ক্রিয়া কি ঐচ্ছিক ক্রিয়া? ব্যাখ্যা করো

আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক - দৈনিক শিক্ষা ব্লগর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে স্বয়ংক্রিয় ক্রিয়া ও ভাবজ ক্রিয়া কি ঐচ্ছিক ক্রিয়া? ব্যাখ্যা করো নিয়ে আলোচনা করব।

স্বয়ংক্রিয় ক্রিয়া ও ভাবজ ক্রিয়া কি ঐচ্ছিক ক্রিয়া?
স্বয়ংক্রিয় ক্রিয়া

বাহ্যজগতের কোনো উদ্দীপনা ছাড়া দেহের আভ্যন্তরীণ শক্তির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশের ফলে যে ক্রিয়ার উৎপত্তি হয় তাকে স্বয়ংক্রিয় ক্রিয়া (Spontaneous Action) বলে। যেমন-ছোটো শিশু যে অঙ্গ সঞ্চালন করে তা শিশুর ইচ্ছাপূর্বক হয় না। এই ক্রিয়া হল স্বতঃস্ফূর্ত। এ ছাড়া রক্তসঞ্চালন ক্রিয়া, পরিপাক ক্রিয়া, হৃদযন্ত্রের ক্রিয়া প্রভৃতি স্বয়ংক্রিয় ক্রিয়া কারণ এইসব ক্রিয়া আমাদের ইচ্ছা নিরপেক্ষভাবে ঘটে থাকে।

স্বয়ংক্রিয় ক্রিয়াকে ঐচ্ছিক ক্রিয়া বলা যায় না, এটি অনৈচ্ছিক ক্রিয়া। কেন-না এইসব ক্রিয়া আমাদের দেহযন্ত্রের ক্রিয়া হলেও আমরা এই ক্রিয়াগুলি সম্পর্কে সচেতন থাকি না।

ভাবজ ক্রিয়া

যখন কোনো ভাবনা আমাদের অজ্ঞাতসারে ক্রিয়ার সঞ্চার করে তাকে ভাবজ ক্রিয়া (Ideo-motor Action) বলে। কোনো কোনো ভাবনা আমাদের মনে তীব্র হয়ে উঠলে তা তৎক্ষণাৎ প্রকাশিত হতে চায় এবং বাহ্য ক্রিয়ার মাধ্যমে প্রকাশিত হয়। যেমন-যখন ফুটবল খেলার কোনো দর্শক গোলপোস্টের মুখে বল দেখে তখন তার মনে ভাবজ ক্রিয়ার উন্মেষ হয় এবং তৎক্ষণাৎ সে নিজের অজান্তেই পা ছোঁড়ে।

ভাবজ ক্রিয়া ইচ্ছার সহযোগিতা ছাড়াই এমনকি কোনো কোনো সময় ইচ্ছার বিরুদ্ধেও সম্পাদিত হয়। তাই এই ধরনের ক্রিয়ার নৈতিক মূল্য নেই। এটি এক ধরনের অনৈচ্ছিক ক্রিয়া।

 

আপনার আসলেই দৈনিক শিক্ষা ব্লগর একজন মূল্যবান পাঠক। স্বয়ংক্রিয় ক্রিয়া ও ভাবজ ক্রিয়া কি ঐচ্ছিক ক্রিয়া? ব্যাখ্যা করো এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Next Post Previous Post
🟢 কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url