প্রেমেন্দ্র মিত্রের 'তেলেনাপোতা আবিষ্কার' গল্পটি আসলে আত্ম-আবিষ্কারের গল্প-গল্পের কাহিনির নিরিখে আলোচনা করো

আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক - দৈনিক শিক্ষা ব্লগর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে প্রেমেন্দ্র মিত্রের 'তেলেনাপোতা আবিষ্কার' গল্পটি আসলে আত্ম-আবিষ্কারের গল্প-গল্পের কাহিনির নিরিখে আলোচনা করো নিয়ে আলোচনা করব।

প্রেমেন্দ্র মিত্রের 'তেলেনাপোতা আবিষ্কার' গল্পটি আসলে আত্ম-আবিষ্কারের গল্প-গল্পের কাহিনির নিরিখে আলোচনা করো


বাংলা ছোটোগল্পের ইতিহাসে প্রেমেন্দ্র মিত্রের 'তেলেনাপোতা আবিষ্কার' ছোটোগল্পটি এক অভিনব সৃষ্টি। গল্পটি তেলেনাপোতা নামক গ্রামে কথক ও তার দুই বন্ধুর ভ্রমণকাহিনি এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি ও অসহায় মানুষজনের কথা নিয়ে রচিত। গল্পটির মধ্যে একদিকে যেমন সমকালীন পিছিয়ে পড়া হতদরিদ্র গ্রাম বাংলার কথা তুলে ধরা হয়েছে, ঠিক তেমনই শহুরে মধ্যবিত্ত শ্রেণির পলায়নি মনোবৃত্তি, প্রতারণার প্রসঙ্গ ফুটে উঠেছে।

গল্পকথক ও তার দুই বন্ধু তেলেনাপোতা গ্রামে পৌঁছালে, সেখানকার গ্রাম্য পরিবেশ তাদের জীবনে যথেষ্ট প্রভাব বিস্তার করে এক আবেগ ও অনুভূতির জন্ম দেয়। দূষণ, কোলাহল, চরম কর্মব্যস্ততার যন্ত্রণা থেকে তারা সাময়িক মুক্তি লাভ করে, নতুন করে বাঁচার আনন্দ অনুভব করে। আবার যামিনী ও যামিনীর মায়ের সঙ্গে কথকের সাক্ষাতের পর কথকের হৃদয়ে তাদের

প্রতি এক মহৎ আবেগ-অনুভূতি জন্ম নেয়। সেই আবেগ, অনুভূতির বশে কথক অসহায় মৃত্যুপথযাত্রী যামিনীর মাকে মিথ্যার আশ্রয় অবলম্বন করে নিরঞ্জন সেজে যামিনীকে বিয়ে করার প্রস্তাব দেয়। গ্রাম থেকে শহরে বাড়ি ফিরে আসার পথে কথকের মনে তেলেনাপোতা গ্রাম, যামিনীর মা ও যামিনীর প্রসঙ্গ সর্বদা ভেসে উঠে তাকে গভীরভাবে নাড়া দেয়।

এরপর গল্পকথক বা নায়ক ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয় এবং দীর্ঘ রোগভোগের পর যখন সুস্থ হয়ে ওঠে, তখন তার মন থেকে তেলেনাপোতা গ্রামের স্মৃতি, যামিনীর কথা, যামিনীর মাকে প্রতিশ্রুতি দানের কথা সবই মুছে যায়। সবটাই তার কাছে স্বপ্ন বলে মনে হয়। আসলে গল্পের কথক ও নিরঞ্জন চরিত্রে ক্রিয়াকলাপের মধ্য দিয়ে মধ্যবিত্ত মানুষের জীবনের পলায়নি মনোবৃত্তি এবং যামিনী ও যামিনীর মায়ের চরিত্রের মধ্যে দিয়ে গ্রামবাংলার হতদরিদ্র মানুষের জীবনযন্ত্রণার কথা ফুটে উঠেছে। তাই গল্পটিকে আত্ম-আবিষ্কারের গল্প বলা যায়।

আপনার আসলেই দৈনিক শিক্ষা ব্লগর একজন মূল্যবান পাঠক। প্রেমেন্দ্র মিত্রের 'তেলেনাপোতা আবিষ্কার' গল্পটি আসলে আত্ম-আবিষ্কারের গল্প-গল্পের কাহিনির নিরিখে আলোচনা করো এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Next Post Previous Post
🟢 কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url