কে নিরঞ্জন এলি? নিরঞ্জন কে? কোন্ পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন?
আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক - দৈনিক শিক্ষা ব্লগর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে কে নিরঞ্জন এলি? নিরঞ্জন কে? কোন্ পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? নিয়ে আলোচনা করব।
ছোটোগল্পকার প্রেমেন্দ্র মিত্রের 'তেলেনাপোতা আবিষ্কার' নামক ছোটোগল্প থেকে অংশটি গৃহীত এবং অংশটির বক্তা যামিনীর মা।
নিরঞ্জন এই গল্পের একটি উল্লেখযোগ্য এবং অদৃশ্য চরিত্র। গল্পে তার নাম ও বিবরণ রয়েছে কিন্তু উপস্থিতি নেই। নিরঞ্জন তেলেনাপোতা গ্রামের যামিনীর মায়ের দূরসম্পর্কীয় বোনপো। তার সঙ্গে যামিনীর মা যামিনীর বিয়ের সম্বন্ধ করেছিল, কিন্তু নিরঞ্জন যামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েও আর ফিরে আসেনি।
তেলেনাপোতা গ্রামে কথকের সঙ্গে যামিনী ও যামিনীর মায়ের পরিচয় হয় এবং নিরঞ্জনের প্রসঙ্গ জানতে পারে। যামিনীর মা বৃদ্ধা অশিথীপর, অন্ধ। তাই শহর থেকে কথক ও তার দুই বন্ধুর আগমনকে ভেবেছে নিরঞ্জন ফিরে এসেছে। কথক যখন তার বন্ধু মণিদার সঙ্গে যামিনীর মায়ের ঘরে যায়, তখন কথকের পায়ের শব্দে যামিনীর মা আবেগে চঞ্চল হয়ে নিরঞ্জনের কথা বলেছে।
অন্ধ, মৃতপ্রায় বৃদ্ধার করুণ আর্তি কথকের হৃদয়কে আবেগঘন করে তুলেছিল। সেই পরিস্থিতিতে এবং আবেগের ফলে কথক নিজেকে নিরঞ্জন বলে স্বীকার করেছে অর্থাৎ নিরঞ্জন না হয়েও নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
আপনার আসলেই দৈনিক শিক্ষা ব্লগর একজন মূল্যবান পাঠক। কে নিরঞ্জন এলি? নিরঞ্জন কে? কোন্ পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url