তেলেনাপোতা আবিষ্কার' গল্পের কথক ও তার দুই সঙ্গীর তেলেনাপোতা গ্রামে যাওয়ার কারণ কী? একে লেখক আবিষ্কার বলেছেন কেন

আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক - দৈনিক শিক্ষা ব্লগর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে তেলেনাপোতা আবিষ্কার' গল্পের কথক ও তার দুই সঙ্গীর তেলেনাপোতা গ্রামে যাওয়ার কারণ কী? একে লেখক আবিষ্কার বলেছেন কেন নিয়ে আলোচনা করব।

তেলেনাপোতা আবিষ্কার' গল্পের কথক ও তার দুই সঙ্গীর তেলেনাপোতা গ্রামে যাওয়ার কারণ কী?

প্রেমেন্দ্র মিত্রের 'তেলেনাপোতা আবিষ্কার' গল্পে গল্পকথক ও তার দুই বন্ধু শহরের কোলাহল, দৈনন্দিন কাজকর্মের একঘেয়েমি দূর করতে দু-দিনের ছুটি কাটাতে এবং ছিপ দিয়ে মাছ ধরার নেশায় তেলেনাপোতা গ্রামে গিয়েছিল।

লেখক গল্পের নামকরণে 'আবিষ্কার' শব্দটি কৌশলে জুড়ে দিয়েছেন। 'আবিষ্কার' শব্দের অর্থ নতুন কিছুকে খুঁজে প্রকাশ করা অর্থাৎ অজানা বিষয়কে খুঁজে লোকচক্ষুর সামনে আনা। গল্পে বর্ণিত তেলেনাপোতা গ্রামে-কথক ও তার দুই বন্ধু ছুটি কাটাতে গিয়েছিল।

এই তেলেনাপোতা নামক কোনো গ্রামের অস্তিত্ব না থাকলেও এর মধ্যে দিয়ে লেখক বাংলার হতদরিদ্র, অনাহারক্লিষ্ট, রোগশোকে আচ্ছন্ন পিছিয়ে পড়া গ্রামের কথা সভ্য শহবের মানুষের সামনে এনে দিয়েছেন। এর পাশাপাশি সেখানকার মানুষের জীবনসংগ্রাম, আশা-আকাঙ্ক্ষাকেও নতুন করে খুঁজে বের করেছেন। পরিশেষে বলা যায়, এই রহস্যময় আলো-আঁধারিময় তেলেনাপোতা ভ্রমণ গল্পকথকের জীবনের এক অভিনব আবিষ্কার বটে।

আপনার আসলেই দৈনিক শিক্ষা ব্লগর একজন মূল্যবান পাঠক। তেলেনাপোতা আবিষ্কার' গল্পের কথক ও তার দুই সঙ্গীর তেলেনাপোতা গ্রামে যাওয়ার কারণ কী? একে লেখক আবিষ্কার বলেছেন কেন এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Next Post Previous Post
🟢 কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url