আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না। আসল উদ্দেশ্য কোন্টি? সেই উদ্দেশ্যসাধনে উদ্দিষ্ট ব্যক্তি কী করলেন?

আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক - দৈনিক শিক্ষা ব্লগর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না। আসল উদ্দেশ্য কোন্টি? সেই উদ্দেশ্যসাধনে উদ্দিষ্ট ব্যক্তি কী করলেন? নিয়ে আলোচনা করব।

আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না। আসল উদ্দেশ্য কোন্টি? সেই উদ্দেশ্যসাধনে উদ্দিষ্ট ব্যক্তি কী করলেন?

'তেলেনাপোতা আবিষ্কার' গল্পে আসল উদ্দেশ্য বলতে গল্পকথক ও তার দুই বন্ধুর ছুটি কাটানো এবং মৎস্য শিকার করার কথা বলা হয়েছে।

গল্পকথকের নেশা মাছ ধরা আর এই উদ্দেশ্যে মূলত সে তেলেনাপোতা গ্রামে আসে। গল্পকথক তাই বাস থেকে নেমে গোরুরগাড়ি চেপে অন্ধকারাচ্ছন্ন জঙ্গলাকীর্ণ নালা-নর্দমা পেরিয়ে কষ্ট সহ্য করে তেলেনাপোতা গ্রামে গিয়ে পৌঁছায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ছিপে মাছ ধরার টানে যথাযথ ব্যবস্থা সহকারে শ্যাওলাঢাকা ভাঙা ঘাটের এক ধারে বসে বড়শিতে টোপ দিয়ে অপেক্ষা করতে থাকে।
 
বেলা বাড়তে থাকে কিন্তু মাছ ধরা পড়ে না। কথক আনমনা হয়ে পড়ে। পুকুরের উপরে ঝুঁকে পড়া একটি বাঁশের ডগা থেকে মাছরাঙা পাখি জলে ঝাঁপিয়ে পড়ে মৎস্য শিকার করে উল্লাসিত হয়। কথককে যেন বিদ্রুপ করতে থাকে। একটি ফড়িং ছিপের ফাতনার উপর বারবার বসে কথকের মনঃসংযোগ নষ্ট করে এবং ঘুঘুর ডাক কথককে আনমনা করে তোলে। এমন সময় পুকুরের জলে সামান্য ঢেউ ওঠে। কথক তাকিয়ে দেখে একটি মেয়ে কলসিতে জল ভরছে।
 
কথক মেয়েটির মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মেয়েটি জল নিয়ে যাওয়ার সময় কথককে বলে ছিপে টান দিতে। কথক যেন নিমেষের মধ্যেই কল্পনার জগৎ থেকে বাস্তব জগতে ফিরে আসে। ছিপ তুলে দেখে যে বড়শিতে টোপ নেই। দীর্ঘ অপেক্ষা ও চেষ্টার পর কথক মাছ ধরতে না পেরে হতাশ হয়ে ফিরে আসে।

আপনার আসলেই দৈনিক শিক্ষা ব্লগর একজন মূল্যবান পাঠক। আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না। আসল উদ্দেশ্য কোন্টি? সেই উদ্দেশ্যসাধনে উদ্দিষ্ট ব্যক্তি কী করলেন? এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Next Post Previous Post
🟢 কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url